কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

Kurigram Polytechnic Institute

কৃষ্ণপুর, কুড়িগ্রাম

+880 581-61688

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানুন

History Photo

কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ও বৃহত্তম কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যাত্রা শুরু হয় চারটি বিভাগ নিয়ে। বর্তমানে ৭ টি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা চালু রয়েছে। দুই একরের কিছু বেশি জায়গা নিয়ে অবস্থিত কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসটি।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন কৃষ্ণপুর গ্রামে অবস্থিত। এটি ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্বের পথ।

মূল ক্যাম্পাসে রয়েছে বেশ কয়েকটি ভবন। এরমধ্যে রয়েছে পাঁচ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, পাঁচ তলা এবং দুই তলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন, ২৬ টি ক্লাস রুম, WIFI সুবিধাসহ একটি আইটি সেন্টার, শহীদ মিনার, লাইব্রেরি, আধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ ওয়ার্কশপ এবং ল্যাব, কনফারেন্স রুম, দুইটি স্টুডেন্ট কমন রুম, একটি মেডিক্যাল সেন্টার, সাইকেল গ্যারেজ এবং একটি পাওয়ার সাপ্লাই সাবস্টেশন।

এখানে শিক্ষার্থী বা শিক্ষকদের জন্য কোন আবাসিক সুবিধা নেই, তবে অধ্যক্ষ ও কর্মচারীদের জন্য বাসভবন রয়েছে। বর্তমানে মোট সাতটি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন