বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউ

Barguna Polytechnic Institute

বারঘরিয়া বাজার

+880 448-634607

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউ সম্পর্কে জানুন

History Photo

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই পলিটেকনিকের একাডেমিক কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই পলিটেকনিকের শহুরে এলাকায় একটি বড় ক্যাম্পাস রয়েছে এবং পড়াশোনার জন্য একটি ভাল পরিবেশ রয়েছে।

বরগুনা জেলা শহর থেকে ০৩ কিঃ মিঃ পশ্চিমে সদর উপজেলার ৮নং সদর ইউনিয়নের বরগুনা খুলনা মহাসড়কের পাশে খাকদোন নদীর তীরে ঢলুয়া নামক স্থানে এটি অবস্থিত।

মূল ক্যাম্পাসে চারটি আলাদা আলাদা ভবন সংযুক্ত করে একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। প্রশাসনিক ভবন-১টি পাঁচ তালা বিশিষ্ট, যার মধ্যে রয়েছে নীচ তালয় সাধারণ শাখা, হিসাব শাখা, নিরাপত্তা শাখা, স্টোর রুম ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রুম। ২য় তলা অধ্যক্ষের কক্ষ, উপাধ্যক্ষের কক্ষ, রেজিস্ট্রার শাখা ও পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ। ৩য় তলা ইলেকট্রনিক্স ও পরিবেশ প্রযুক্তি শিক্ষকগণের বসার কক্ষ ও নামাজের কক্ষ, ৪র্থ তলা, কম্পিউটার প্রযুক্তি, আরএসি প্রযুক্তি ও নন-টেক বিভাগের শিক্ষক বৃন্দের বসার কক্ষ, ৫ম তলা মিলনায়তন ও গ্রন্থাগার। একাডেমিক ভবন-০১টি পাঁচ তলা বিশিষ্ট, যার মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রীদের ক্লাশ রুম, ল্যাব সমূহ, ক্যান্টিন ও মেডিকেল সেন্টার। ওয়ার্কশপ ভবন ০২টি দুই তলা বিশিষ্ট। অধ্যক্ষের বাস ভবন ০১টি এক তলা বিশিষ্ট। স্টাফ কোর্যর্টার ০১টি এক তলা বিশিষ্ট। বিদ্যুৎ সাবস্টেশন ০১টি, পাম্প হাইজ-০১টি, প্রধান ফটক সংলগ্ন প্রশস্ত গার্ড রুম।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন